বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ই মে) রাত সাড়ে ৯টায় প্রশাসনিক কার্যক্রম বন্ধ ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্যে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। রাত সাড়ে ১১টায় আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি। অথচ শেষ মুহূর্তে ফেসবুক লাইভে আসেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
এর আগে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলমান।
ডিবিসি/ রাসেল