বাংলাদেশ, শিক্ষা

ববি উপাচার্যের দপ্তরে মূলা পাঠিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নানাবিধ সংকট নিরসনে প্রশাসনের ‘দায়সারা আশ্বাসের’ প্রতিবাদে এক অভিনব কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ৫ কেজি ‘মূলা’ পাঠিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানায়।

আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) দুপুর ১২টায় ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার নেতাকর্মীরা উপাচার্যের দপ্তরে এই মূলা পৌঁছে দেন।

 

তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে পর্যাপ্ত আসনের অভাব, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, লাইব্রেরি সংকট এবং খেলাধুলার মাঠের অনুপযুক্ততাসহ একাধিক মৌলিক সমস্যা বিদ্যমান রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে বারবার কেবল আশ্বাসই পাওয়া গেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

 

ববি ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলমান থাকলেও আমরা এর কোনো কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না। প্রশাসন শিক্ষার্থীদের একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, যা এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে ‘মূলা’ ঝোলানোর মতো মনে হচ্ছে। এই আশ্বাসের মূলা নিতে নিতে আমরা বিরক্ত। তাই আজ প্রশাসনের দেওয়া সেই ‘মূলা’ প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়বে এবং তারা বাস্তব সমাধানের দিকে এগোবে।

 

সংগঠনটির সভাপতি হাসিবুর রহমান হাসবি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকটের যেন কোনো প্রতিকার নেই। ক্যাম্পাসে একটি মাত্র খেলার মাঠ, সেটিও অবহেলায় পড়ে আছে। শিক্ষকদের পদোন্নতি ও বেতন নিয়ে ঝামেলা চলছে, ক্যাম্পাসের রাস্তাগুলোর বেহাল দশা অথচ এসবের প্রতি প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা অবিলম্বে সকল সংকটের দ্রুত ও দৃশ্যমান সমাধান চাই।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন