বরগুনার আমতলী উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ১০৫ বছর বয়সী বৃদ্ধ আলী আকবর চৌকিদার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলইরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানায়, হলদিয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিন চৌকিদারের ছেলে আলী আকবর চৌকিদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তীব্র শীতের কারণে তাঁকে প্রায়ই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে হতো। শনিবার রাতেও তিনি তিন দফায় আগুন পোহান।
রাত তিনটার দিকে তাঁর মেয়ে নার্গিস বেগম বাড়ির উঠানে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে বাবাকে সেখানে বসিয়ে রেখে কিছুক্ষণ অন্য কাজে যান। ফিরে এসে তিনি বাবার টর্চলাইটটি জ্বলতে দেখলেও বাবাকে সেখানে দেখতে পাননি। এতে তাঁর সন্দেহ হয় এবং তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্বজনরা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন, আগুনে শরীর ঝলসে গিয়ে বৃদ্ধ আলী আকবর ঘটনাস্থলেই মারা গেছেন।
খবর পেয়ে রবিবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/কেএলডি