মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বানৌজা অদম্য' দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি নোঙর করা ছিল, যা দেখতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় জমে কীর্তনখোলার তীরে।
ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এই যুদ্ধজাহাজটিতে রয়েছে ভারী ও আধুনিক সব অস্ত্র। এর মধ্যে চারটি ৩৭ মিলিমিটার গান, একটি ২০ মিলিমিটার গান এবং একটি ১২ দশমিক ৭ মিলিমিটার গান উল্লেখযোগ্য। এছাড়া ছোট অস্ত্রের মধ্যে সেমি অটোমেটিক রাইফেল, চায়না সাবমেশিন গান এবং লাইট মেশিন গানও প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
ডিবিসি/এসএফএল