বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘স্থানীয় জনগণকে চাঁদাবাজ’ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার (১০ই ডিসেম্বর) বিকেলে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এই বিক্ষোভ হয়। বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

 

বিক্ষুব্ধ স্থানীয়রা জানান, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। তিনি কী কারণে এমন বক্তব্য দিলেন তা আমরা জানতে চাই। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারের দাবি করেন বিক্ষোভকারীরা।


জানা গেছে, মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফুয়াদ। তিনি জন্মসূত্রে বাবুগঞ্জের নাগরিক।

 

গত ৮ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি অভিযোগ করেন, সেতু নির্মাণে ঠিকাদারি চায়না প্রতিষ্ঠানের কাছে চাঁদাদাবি করেছে স্থানীয় কিছু লোক। ঐদিনই তার বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা। এ ঘটনার পর তোপের মুখে স্থান ত্যাগ করেন ফুয়াদ । পরবর্তীতে বাবুগঞ্জের লোকজনকে জড়িয়ে চাঁদাবাজ আখ্যায়িত করায় উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা ছাত্রদল।

 

এর একদিন পর বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন