বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, টাকা ও মোবাইল ছিনতাই

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় মঞ্জু বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মঞ্জু বেপারী ওই গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যাত্রী নামিয়ে ভ্যান নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন মঞ্জু বেপারী। বাড়ির কাছাকাছি একটি নির্জন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় মঞ্জু বেপারীর চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

 

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন