বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, অপরাধ

বরিশালে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, নিহত ১

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫ ১২:৫০:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের আগৈলঝাড়ার বাঁশবাড়ি এলাকায় র‍্যাবের অভিযানে হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুলিতে একজন নিহত ও একজন আহত হয়ছেন।

নিহত সিয়াম মোল্লা ও আহত রাকিব উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা। তারা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানান এলাকাবাসীরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, (২১শে এপ্রিল) সন্ধ্যায় সাহেবেরহাটে সাদা পোশাকধারী র‌্যাবের অভিযান চলাকালে মাদক বিক্রেতারা লাটিসোটা নিয়ে হামলা চালায়। এসময় দুজন গুলিবিদ্ধ হোন।

 

উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিলে সিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং রাকিবকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন