বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে হেলমেট চুরি করায় শীতের রাতে পুকুরে চোরকে ২০ ডুব!

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের সদর রোডে মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনায় এক চোরকে হাতেনাতে ধরে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে শীতের রাতে পুকুরের পানিতে ২০টি ডুব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর রোডের বিবির পুকুর এলাকায় মোটরসাইকেল পার্ক করার কিছুক্ষণের মধ্যেই দামী হেলমেটগুলো চুরি হয়ে যাচ্ছিল। মঙ্গলবার রাতে ইউসুফ নামের ওই যুবক একটি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে।


আটক করার পর উত্তেজিত জনতা তাকে মারধর করেনি। বরং শাস্তিস্বরূপ তাকে বিবির পুকুরে নেমে কান ধরে ২০টি ডুব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত যুবক নিজেও এই শাস্তি মেনে নিয়ে পুকুরে নেমে ২০টি ডুব দেয়। শাস্তি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।


তবে শাস্তির পরপরই স্থানীয়রা এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। শীতে ভেজা কাপড়ে কাঁপতে থাকা ওই যুবককে তারা ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট এবং টি-শার্ট কিনে দেন।


অভিযুক্ত ইউসুফ বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। তবে বর্তমানে তিনি নগরীর সাগরদি এলাকায় বসবাস করেন বলে জানান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন