স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
ধারাবাহিক আন্দোলনের পরও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে এই কঠোর কর্মসূচি শুরু করে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনের দাবিতে দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। তবে, সরকার গঠিত কমিটির এ সুপারিশ বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করছে।
ফলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
ডিবিসি/এফএইচআর