বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে দুপুর ১টা পর্যন্ত। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত বৃহস্পতিবার (৪ই ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যার ফলে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
ডিবিসি/এএমটি