বর্ণবাদ ইস্যু

প্রত্যাহার করা হলো ভিনিসিয়াসের লাল কার্ড

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে মে ২০২৩ ০৬:৪৮:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্ণবাদ ইস্যুতে অবশেষে ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রকে ক্লাব ফুটবল লা লিগায় দেওয়া লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে। তাতে ভায়েকানোর বিপক্ষে মাঠে নামতে আর বাধা রইল না এ রিয়াল মাদ্রিদ তারকার।

বর্ণবাদ ইস্যুতে যখন উত্তাল পুরো বিশ্ব, তখন খেলার মাঠে দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। খেলা চলাকালে গ্যালারি থেকে বিদ্বেষী মন্তব্যের পর ক্ষুব্ধ ভিনিসিয়াস প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি। তবে বিতর্কিত সেই কার্ড প্রত্যাহার করেছে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। একই সঙ্গে কঠিন শাস্তি পাচ্ছে ভ্যালেন্সিয়া।

রবিবার (২১ মে) লা লিগায় রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ চলাকালে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করতে থাকে মুষ্টিমেয় দর্শক। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনি গ্যালারির দিকে ছুটে গিয়ে প্রতিবাদ জানান। বর্ণবাদের শিকার হওয়ার পরও তাকে নানাভাবে উসকে দেওয়ায় লাল কার্ড অন্যায্য ছিল বলেই অনেকের অভিমত। ম্যাচের ওই সময়ের ভিডিও ও ছবিতে দেখা যায়, ভ্যালেন্সিয়ার এক ফুটবলার ব্রাজিল ফরোয়ার্ডকে পেছন থেকে গলা পেঁচিয়ে টেনে ধরে রেখেছিলেন।

রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্কের পর মঙ্গলবার (২৩ মে) একটি বিবৃতি দেয় আরএফইএফ। তারা জানায়, ‘আরএফইএফ কম্পিটিশন কমিটি এটা বিবেচনায় নিয়েছে যে, মাঠের ওই সময়কার ঘটনার সমগ্রতা ভাবনায় না রেখেই রেফারি মূল্যায়ন করেছেন। যা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। যেহেতু ঘটনার নিশ্চিত হতে পারেন, এরকম একটি অংশ দেখা থেকে তাকে (রেফারি) বঞ্চিত করা হয়েছিল, এজন্যই সে একপাক্ষিক একটি সিদ্ধান্ত নিয়েছিল। যা হয়েছে, সেটির উপযুক্ত মূল্যায়ন করা তার পক্ষে সম্ভব ছিল না।’

এদিকে, ভ্যালেন্সিয়াকে ৫২ লাখ টাকার ওপরে (৪৫ হাজার ইউরো) জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে ভিনিসিয়াসকে, সেই সাউথ স্ট্যান্ড পরবর্তী পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দিয়েছে আরএফইএফ। যদিও বর্ণবাদের ঘটনার তদন্ত এখনও চলমান, তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এটিকে ‘প্রমাণিত’ ধরে নিয়েছে বলেই ওই বিবৃতিতে জানানো হয়।

এখানেই শেষ নয়, ওই ম্যাচের ভিএআর রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিয়ানুয়েভা আজকের ম্যাচেও দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু ভিনিসিয়াসকে কার্ড দেখানোর সময় ভিএআর না দেখানোয় আজকের ম্যাচের দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিবৃতিতে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ভিনিসিয়াসের লাল কার্ডের ঘটনায় নিজের ভূমিকা ঠিকঠাক পালন করতে না পারায় দেওয়া হয়েছে এই শাস্তি।

এর আগে স্পেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে, ‘রবিবার ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে যে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে ভ্যালেন্সিয়া থেকে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ভিনিসিয়াসের প্রতিকৃতি ঝুলানোর ঘটনায় আরও চারজনকে আটক করা হয়।’

ক্লাব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও জাতীয় দলের সতীর্থের পাশে দাড়িয়েছেন রাফিনহা। ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদ বিরোধী বার্তা ছিল বার্সেলোনা তারকার। জার্সি খুলে বিশ্বকে জানান দিয়েছেন ভিনির সঙ্গে আছেন তারা।

বর্ণবাদ ইস্যুতে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেন, ‘এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। অপমানিত হতে হতে আমরা এখন ক্লান্ত। এরকম ঘটনা অনেকের সঙ্গেই হয়েছে, কঠোর সিদ্ধান্ত না নিলে আরও হবে। আমরা যুদ্ধ করতে আসিনি, খেলতে এসেছি।

এদিকে বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়েছে নাইকি।

ডিবিসি/রূপক

আরও পড়ুন