বাংলাদেশ, জেলার সংবাদ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বেধড়ক মার, ভিডিও ভাইরাল

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১২ই জুন ২০২২ ০৪:৩৪:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার সদরের খুরুশকূলে প্রেমিকাকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় বর্তমান প্রেমিককে সাবেক প্রেমিকের নেতৃত্বে তিন যুবকের বেদড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে মারধরের শিকার যুবকের দাবি, ইভটিজিংয়ের শিকার তরুণী তার বোন। তরুণীকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।

 

শনিবার বিকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খুরুশকূল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন।

 

হামলার শিকার যুবক আব্দুল মোনাফ ও ভুক্তভোগী তরুণী খূরুশকূল আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। আর হামলাকারি যুবকদের মধ্যে মো. জামাল ও মো. রায়হান খুরুশকূল ইউনিয়নের মনুপাড়া এবং মো. আরমান একই ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বোরকা পরা এক তরুণীকে খালি গায়ে জড়িয়ে ধরা যুবককে বেদড়ক মারধর করছে একদল যুবক । মাঝে মধ্যে যুবকটিকে লাথি মারছে হামলাকারিরা। পরে, আরেক খালি গায়ের যুবক এসে কিল-ঘুষি ও লাথি মারে তরুণীকে জড়িয়ে ধরা যুবকের উপর। ঘটনাস্থলে ঘুরাঘুরি করে তৃতীয় আরেক যুবক সহায়তা করছিল হামলাকারিদের। এসময় ঘটনাস্থলের পাশ দিয়ে হেটে যাওয়া বয়স্ক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী তরুণী সহায়তা চাইলেও হামলাকারিদের ভয়ে কোন ধরনের সাড়া দেননি।

 

ঘটনার সময় সেখানে আশপাশে উপস্থিত থাকা কেউ একজন মারধরের ঘটনার ভিডিওটি ধারণ করেন। পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

 

শনিবার রাতে তরুণীকে জড়িয়ে ধরা যুবককে মারধর করার এ ধরণের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠে।

 

মারধরের শিকার যুবক সম্পর্কে ভুক্তভোগী তরুণীর ভাই বলে দাবি করলেও স্থানীয়রা ভিন্ন তথ্য দিয়েছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন।



স্থানীয়দের বরাতে নাছির বলেন, ‘ভিডিওতে হামলায় খালি গায়ে অংশ নেওয়া যুবকের সঙ্গে ভুক্তভোগী তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যায়। পরবর্তীতে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভিডিওতে মারধরের শিকার যুবকের। এ নিয়ে তরুণীর বর্তমান ও সাবেক প্রেমিকের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। এর জের ধরে গত বুধবার (৮ই জুন) সাবেক প্রেমিককে মারধর করে বর্তমান প্রেমিক। পরে গত বৃহস্পতিবার (৯ই জুন), বর্তমান প্রেমিককে মারধর করে সাবেক প্রেমিক ও তার লোকজন। এ নিয়ে বর্তমান প্রেমিক থানায় অভিযোগ করে বলে স্থানীয়রা জানিয়েছে।’

 

স্থানীয় ইউপি সদস্য আরও বলেন, ’শনিবার বিকালে খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় ভুক্তভোগী তরুণীকে একা পেয়ে আপত্তিকর মন্তব্য করে সাবেক প্রেমিক ও তার সহযোগীরা। এক পর্যায়ে উত্যক্তের সীমা অতিক্রমে করে। এ ঘটনা আশ্রয়ণ প্রকল্প থেকে লক্ষ্য করেন বর্তমান প্রেমিক। পরে সে এসে বাধা দিলে সাবেক প্রেমিকের নেতৃত্বে তিন যুবক বেধড়ক মারধর করে।’

 

একই তথ্য জানিয়েছেন খুরুশকূল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী। তিনি জানান, তিনি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি শোনার পর পুলিশকে অবহিত করেছেন।

 

ঘটনার ব্যাপারে মারধরের শিকার আব্দুল মোনাফ বলেন, ইভটিজিংয়ের শিকার তরুণী তার বোন। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পে তাদের ফ্ল্যাট রয়েছে। তার বোন মামার বাড়ী যাওয়ার পথে প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে জামাল, রায়হান ও আরমান নামের তিন যুবক পথ আটকে নোংরা ভাষায় কথা বলে। বাধা পেয়ে আমার বোন ফিরে আসতে চাইলে বখাটেরা বার বার পথ আটকাচ্ছিল। প্রকল্প থেকে ঘটনাটি দেখে আমি দৌঁড়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অমূলক আচরণ করার কারণ জানতে চাইলে বখাটেরা লাঠি দিয়ে আমার বোনকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে বোনকে বাঁচাতে আমি জড়িয়ে ধরি।’

 

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ’সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধর করার একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। ঘটনার ব্যাপারে এ পর্যন্ত কেউ অভিযোগ দেননি। তারপরও রাতেই ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নিতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

 

ঘটনার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।

আরও পড়ুন