খেলাধুলা, ফুটবল

বর্ষসেরা ক্লাবের তালিকায় আছে বার্সেলোনা, নেই রিয়ালের নাম!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ০৮:১৯:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যালন ডি'অর ২০২৫ সালের বর্ষসেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত মৌসমে বলতে গেলে তেমন কোনো অর্জনই নেই জায়ান্ট এই ক্লাবটির। তবে তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা মনোনয়ন পেয়েছে।

বৃহস্পতিবার (৭ই আগস্ট) সন্ধ্যায় আয়োজক 'ফ্রান্স ফুটবল' বিশ্ব ফুটবলের অন্যতম সেরা পুরস্কার ব্যালন ডি’অর-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ক্লাবের পুরস্কারের জন্য পাঁচটি দলকে বেছে নেওয়া হয়েছে। এই তালিকায় বার্সেলোনার সাথে রয়েছে ব্রাজিলের বোটাফোগো, ইংল্যান্ডের চেলসি ও লিভারপুল এবং ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসের থিয়েটার দু শাতলেতে বিজয়ী ক্লাবের নাম ঘোষণা করা হবে।
 

ফ্রান্সের সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ১৯৫৬ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে। আয়োজকরা জানিয়েছেন, এবারই প্রথম পুরুষ ও নারী উভয় বিভাগে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে। পুরস্কার প্রদানের মানদণ্ডেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যক্তিগত নৈপুণ্য, ম্যাচে প্রভাব ফেলার ক্ষমতা, শিরোপা জয় এবং খেলোয়াড়সুলভ আচরণের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন