বসনিয়া-হার্জেগোভিনার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উদ্ধারকারীরা শনিবার সকালে ডোনজা জাব্লানিকা গ্রামে ধ্বংসস্তূপের মধ্যে অভিযান চালান। সেখান থেকে শুক্রবার নিখোঁজ হওয়া বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এন-১ টিভি জানিয়েছে যে সারাজেভো থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাব্লানিকা এলাকায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
মাউন্টেন রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, "এখানে কিছু গ্রামে উদ্ধারকারীরা এখনও পৌঁছাতে পারেননি। আমরা জানি না সেখানে আমদের জন্য কী অপেক্ষা করছে।" তবে রাতভর ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বসনিয়ান মিডিয়া।
নেজিমা বেগোভিচ নামের ৬২ বছর বয়সী এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
এদিকে বসনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এনএফএসবিআইএইচ) বন্যার কারণে সব ম্যাচ স্থগিত করেছে। পাশাপাশি বসনিয়ার নির্বাচন কমিশন বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোতেও এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে চলা স্থানীয় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবে অন্য পৌরসভাগুলোতে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে।
ডিবিসি/ এসএসএস