বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচিত নাম, প্রবাসী মিডফিল্ডার কিউবা রাউল মিচেল অবশেষে দেশের ক্লাব ফুটবলে নাম লেখালেন। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের সাবেক এই অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
আসন্ন মৌসুমে কিংসের জার্সি গায়ে মাঠ মাতাবেন তিনি। ক্লাব সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, কিউবা মিচেলের সাথে তিন বছরের চুক্তি করেছে বসুন্ধরা কিংস। আগামী ১২ই আগস্ট কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাহর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। এই গুরুত্বপূর্ণ ম্যাচেই বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী এই তরুণের। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনেই তার নিবন্ধন সম্পন্ন করেছে ক্লাবটি।
ইংল্যান্ডের বার্মিংহামে বেড়ে ওঠা কিউবা মিচেলের বাবা জ্যামাইকান হলেও তার মা বাংলাদেশি। সেই সূত্রেই বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। গত মাসেই ফিফার ছাড়পত্র পাওয়ায় জাতীয় দলের হয়ে তার খেলায় আর কোনো বাধা নেই। সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে গত মৌসুমে ক্লাব তার সাথে চুক্তি নবায়ন না করায় নতুন ঠিকানার সন্ধানে ছিলেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
শুধু ক্লাব ফুটবলই নয়, জাতীয় দলের হয়েও শীঘ্রই মাঠে নামার কথা রয়েছে কিউবা মিচেলের। সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দলে তার থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে আগস্টের শুরুতেই তার ঢাকায় আসার কথা রয়েছে।
বসুন্ধরা কিংসের এই পদক্ষেপকে দেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইউরোপীয় লিগের অভিজ্ঞতা সম্পন্ন একজন তরুণ খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ঘরোয়া ফুটবলের মান বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় দলেও নতুন প্রতিভার সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। দেশের ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাল-সবুজ জার্সি কিংবা বসুন্ধরা কিংসের হয়ে মাঠে কিউবা মিচেলের কারিশমা দেখার জন্য।
ডিবিসি/এনএসএফ