বাংলাদেশ, জেলার সংবাদ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কাউকে ছাড় দিবেন না: কেশবপুরে জামায়াত প্রার্থী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোর-৬ (কেশবপুর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারো বিরুদ্ধে হোক। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল হবে এবং উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর তিনি কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সেখানে ‘দাড়িপাল্লা’ প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াত মনোনীত এই প্রার্থী তার নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, যদি মহান আল্লাহর ইচ্ছায় তিনি নির্বাচিত হওয়ার সুযোগ পান, তবে তার অগ্রাধিকার হবে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের প্রধান সমস্যা ‘স্থায়ী জলাবদ্ধতা’ দূর করা। পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাবেন।

 

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেশবপুর আসনে ‘দাড়িপাল্লা’ প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. সাইদুর রহমান সাইদ এবং যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ।

 

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু এবং পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন