সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ টি-টোয়েন্টিতে পাঁচটি পরিবর্তন এনে দ্বিতীয় সারির দল নামিয়েছিল বাংলাদেশ। এই পরিবর্তনের ফলে ৭৪ রানের বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হেরেছে টাইগাররা। বাংলাদেশের এই পরাজয়ের কারণ হিসেবে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাই দায়ী বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, পরীক্ষা-নিরীক্ষা ঠিক আছে, তবে তার একটি নিয়ম আছে। দলে ২-৩ জন ম্যাচ উইনার থাকতেই হবে। তাদের সরালে দল ভারসাম্য হারায়। তিনি মনে করেন, মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেললে ম্যাচটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত। তার ভাষায়, পাকিস্তান অনেক রান করেছে ঠিকই, কিন্তু এই দুজন থাকলে বাংলাদেশের হাতে জয়ের সুযোগ থাকত।
রমিজ আরও বলেন, বাংলাদেশই এই ম্যাচটি পাকিস্তানকে দিয়ে দিয়েছে। আগের দুই ম্যাচে তারা দুর্দান্ত ছিল। দেখে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে।
তার মতে, ঘন ঘন পরিবর্তনের কারণেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। বাংলাদেশ যদি আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে খেলত, তাহলে পরীক্ষার কথা মানা যেত। কিন্তু তারা খেলছে পাকিস্তানের মতো একসময়কার বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে বলে মন্তব্য করেন তিনি।
তিনি কঠিন উইকেটে অভিজ্ঞ ব্যাটারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এখন সময় ভাবার, এমন উইকেটে আপনার শাহিন, নাসিম, রিজওয়ান বা বাবর আজমদের দরকার আছে কি না। এটা পাকিস্তান দলের জন্য বড় প্রশ্ন।
ডিবিসি/ এএমটি