ভারতের গণমাধ্যমের খবর

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, প্রস্তাব করা হতে পারে বিকল্প ভেন্যু

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে চলমান জটিলতার মধ্যে ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে, বিসিবির আবেদন সত্ত্বেও ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম। আইসিসি সম্ভবত বাংলাদেশকে ভারতের ভেতরেই বিকল্প ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।

ভারতের মাটিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুবার চিঠি দিয়েছিল। গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের হুমকির মুখে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই শঙ্কা তৈরি হয়।

 

লজিস্টিক চ্যালেঞ্জের কারণে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা কঠিন বলে মনে করছে আইসিসি। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ের বদলে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ দিতে পারে, যিনি বর্তমানে ভারতে নির্বিঘ্নে ম্যাচ পরিচালনা করছেন। এই উদাহরণ টেনে বাংলাদেশকে ভারতে ভ্রমণের পরামর্শ দেওয়া হতে পারে।

 

 

ক্রিকবাজের তথ্যমতে, আজ সোমবার আইসিসি এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা বাংলাদেশকে জানাতে পারে।

 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন