সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে পাকিস্তানও একই পথ বেছে নিতে পারে। কিন্তু, এমন সম্ভাবনাকে গুজ বলে উড়িয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এখনো তাদের অনড় অবস্থানে রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনো অস্পষ্ট। অন্যদিকে পাকিস্তান আগেই ভারতে না গিয়ে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আর এর মধ্যেই গুজব ছড়ায়, বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। কিন্তু গালফ নিউজের এক প্রতিবেদনে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এই সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।
পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর না করা হলে পাকিস্তানও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বর্জন করবে, এমন খবর সঠিক নয়। আইসিসি যেহেতু শ্রীলঙ্কায় পাকিস্তানের ম্যাচ আয়োজনের বিষয়টি স্পষ্ট করেছে, তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো যৌক্তিক কারণ তাদের নেই। বরং ইস্যুটি উসকে দিতেই এমন ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করা হয়।
এর আগে পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি সাময়িক স্থগিত করেছে পিসিবি। তবে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যৎ করণীয় নিয়ে পরে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে এবং সম্ভাব্য পরিস্থিতির জন্য একটি বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগকে পিসিবি ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’ বলে মনে করে এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। চলমান এই অচলাবস্থায় বিসিবি কূটনৈতিক ও ক্রিকেটীয় সহায়তার জন্য পিসিবির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানা গেছে।
ডিবিসি/এফএইচআর