বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার ঋণ, বিনিয়োগ ও অনুদান দেবে চীন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে মার্চ ২০২৫ ০৯:৪০:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ, বিনিয়োগ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার এবং দেশটির কোম্পানিগুলো।

আজ শুক্রবার (২৮শে ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

বাংলাদেশ কর্মকর্তারা ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দেশটির প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশে-চীনা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া, মংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলারের ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং আরও ১৫০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে।

 

দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে দেশটির বেসরকারি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেয়ার আহ্বান জানান।

 

শি জিনপিং বলেন, চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চায়। তাই বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের উৎসাহিত করা হবে।

 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশে বিনিয়োগের নতুন প্রবাহ তৈরি করতে পারে। এটি চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বড় ভূমিকা রাখবে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন