আন্তর্জাতিক

বাংলাদেশসহ সারা বিশ্বে কমল চীনের ভিসা ফি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই ডিসেম্বর ২০২৩ ০৪:০০:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশসহ বিশ্বের সব দেশে ভিসা ফি কমিয়েছে চীন। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

চীনা দূতাবাসের এক নোটিশে জানানো হয়, বিদেশে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভিসা ফি বর্তমান হারের ৭৫ শতাংশে কমাবে। চলতি বছরের ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় চীনা কূটনৈতিক এবং কনস্যুলার মিশনগুলোতে এখন থেকে আরও তথ্য পাওয়া যাবে। চলতি বছরের ৮ জানুয়ারি কোভিড-১৯কে ‘ক্লাস বি’ সংক্রামক রোগে নামিয়ে এনেছে চীনা সরকার। এরপর মানুষদের জন্য ভিসা ও প্রবেশ নীতিগুলো শিথিল করেছে তারা।

এদিন থাইল্যান্ডে চীনা দূতাবাস ভিসা আবেদন ফি সমন্বয়ের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি অনুসারে, চলতি বছরের ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো চীনের ভিসার জন্য আবেদনের ফি কম রাখবে। ২০২৩ সালের ১১ ডিসেম্বরের আগে জমা দেয়া আবেদনের জন্য মান হিসেবে ফি নেয়া হবে।

মালয়েশিয়ার চীনা দূতাবাসও ভিসা ফি কমানোর বিষয়ে একই ধরনের নোটিশ জারি করেছে। তারা সংশোধিত ভিসা ফি শিডিউল সংযুক্ত করেছে। ইতোমধ্যে চীন ও সিঙ্গাপুরের মধ্যে ৩০ দিনের ভিসামুক্ত নীতি ঘোষণা করেছেন ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটির উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তিয়ানজিনে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য ১৯তম যৌথ কাউন্সিলের সময় এই ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন