আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে বিমানবন্দরে আটকে দিল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে আগস্ট ২০২৫ ১০:২৬:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১০৪ জন বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, শুক্রবার বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন।

 

আটকে দেয়াদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি।

সংস্থাটি জানায়, যাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের অধিকাংশই সফরের সুস্পষ্ট কারণ জানাতে পারেননি, তাদের কাছে বৈধ বাসস্থান বা ফিরতি টিকিটের প্রমাণ ছিল না এবং প্রবেশের আবেদনের সমর্থনে তারা সন্দেহজনক ব্যাখ্যা দিয়েছেন।

 

একইসাথে, আগে দেশে প্রবেশে প্রত্যাখ্যাত হয়ে কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে পড়া আরও ২৮৮ জন ভ্রমণকারীকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কর্তৃপক্ষ কাজ করছে বলেও একেপিএস জানিয়েছে।

একেপিএস বলেছে, মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থা দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধু নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে।

 

তথ্যসূত্র: দ্য স্টার

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন