বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করা তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী আজ ২৭তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৯৭ সালের ১লা অক্টোবর ইংল্যান্ডের লাফবরাতে জন্মগ্রহণ করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
সুদূর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তর থেকে এসে দেশের মাটির সঙ্গে যুক্ত হওয়া হামজাকে ঘিরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে এক বিশেষ উত্তেজনা। তিনি তাঁর গতির জন্য, বল কাটার দক্ষতার জন্য এবং মাঠজুড়ে লড়ে যাওয়ার মানসিকতার জন্য পরিচিত।
ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ক্লাব লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে এসে দীর্ঘকাল ধরে তিনি ক্লাবের মাঝমাঠের একজন নির্ভরযোগ্য সদস্য হিসেবে খেলছেন এবং বর্তমানে তিনি লেস্টার সিটির হয়ে ইএফএল চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করছেন।
হামজার মায়ের আদি নিবাস বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। নিজের শিকড়ের প্রতি এই টান এবং দেশের ফুটবলের জন্য কিছু করার আগ্রহ থেকে তিনি সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
তাঁর এই আগমনকে দেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। তাঁর মতো একজন অভিজ্ঞ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের উপস্থিতি জাতীয় দলের মিডফিল্ডকে যেমন শক্তিশালী করেছে, তেমনই দলের অন্যান্য তরুণ খেলোয়াড়দের জন্য তিনি এখন এক বড় অনুপ্রেরণা।
আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলেছে। হামজা চৌধুরীর ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), লেস্টার সিটি ক্লাব এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের ফুটবলে তিনি আগামী দিনগুলোতে আরও বড় স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
ডিবিসি/এনএসএফ