মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'গ্র্যাজুয়েট প্লাস' ভিসা চালু হতে পারে। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী দেশটিতে উচ্চ-দক্ষতাসম্পন্ন চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।
আজ বুধবার (১৩ই আগস্ট) কুয়ালালামপুরের ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জামব্রি আব্দুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিষয়টি উত্থাপন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
বৈঠকে উপস্থিত থাকা উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "আমরা মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। তিনি নীতিগতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা প্রদানে সম্মত হয়েছেন। তবে এই নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।" বৈঠকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার চাকরির বাজারে প্রবেশের সুযোগ পেলেও এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সুবিধাটি অধরা ছিল।
এর আগে আজ কুয়ালালামপুরের একটি হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতে সিদেক। শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও অনুষদ বিনিময় কর্মসূচি বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্যও মালয়েশিয়ার কর্তৃপক্ষ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
ডিবিসি/এমএআর