ভারতে খেলতে না চাওয়ার অযুহাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের পর এবার নতুন করে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টটি কাভার করার জন্য আবেদন করা সকল বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সংস্থাটি।
এর ফলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের উপস্থিত থাকার সুযোগ আর থাকল না।
বাংলাদেশ থেকে যেসকল সাংবাদিক টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে আইসিসির নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করেছিলেন, তাদের সবার আবেদন আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা বা রাজনৈতিক কারণে ভারত সফরে অনীহা জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করে আইসিসি।
১৯৯৯ সাল থেকে প্রতিটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বমঞ্চে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
আইসিসির এই নজিরবিহীন সিদ্ধান্তে দেশের ক্রীড়া সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা বিষয়টিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং দেশের ক্রিকেটের ওপর অন্যায্য আচরণ হিসেবে দেখছেন। সাংবাদিক সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি দেশের সর্বমহল থেকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে।
ডিবিসি/এসএফএল