বাংলাদেশ, আন্তর্জাতিক, ভারত, ইসলাম

বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি

ধর্ম ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে এপ্রিল ২০২৫ ০৫:১০:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৯শে এপ্রিল) সামাজিক যোগাযোগ  মাধ্যমে ইনসাইড দ্যা হারামাইনের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র ইহরাম পরিহিত হজযাত্রীরা নামার পরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুল ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। অনেক নারী হজযাত্রীকে হাতে লাল গোলাপ ও গিফট ব্যাগ নিয়ে উচ্ছ্বসিত দেখা যায়। 

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের হজযাত্রার প্রথম দিনে বেশ কয়েকটি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৩ হাজার ৬০৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছরে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৮০ জনের ভিসা ইস্যু করা হয়েছে।

হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের এই সম্মান ও আন্তরিক আচরণ বিশ্ব মুসলিম সমাজে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য এই আতিথেয়তা আরও বেশি গর্বের ও ভালোবাসার বার্তা বহন করে।

গতকাল (সোমবার) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে, যাতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী। আজ দিনের বাকী সাত ফ্লাইটে যাবেন আরো ২৯১২জন, ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন।

সোমবার রাত ও মঙ্গলবার ভোরে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইটে যাত্রীরা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
 

আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন