বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন খেলাধুলায় বাংলাদেশী নারীদের অর্জন উদযাপন করেছে। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ান হাই কমিশনে অস্ট্রেলিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে এ অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন, সাঁতার, শ্যুটিং, ভারোত্তোলন ও তীরন্দাজে শীর্ষস্থানীয় বাংলাদেশী ক্রীড়াবিদ পাশাপাশি বিকেএসপি নারী দলের সদস্যরাও অংশ নেন।
অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুর তাঁদের কৃতিত্বের স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘আমরা নারীর ক্ষমতায়নের চ্যাম্পিয়ন হিসেবে এবং লাখো নারীর রোল মডেল হিসেবে তাঁদের অর্জন উদযাপন করছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। মন্ত্রী, সংসদ সদস্য, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, সিনিয়র কর্মকর্তারা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসা, উন্নয়ন, জনকল্যাণ, রাজনৈতিক ও বেসামরিক নাগরিক নেতা এবং মিডিয়া ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া দিবসে অস্ট্রেলিয়াকে আধুনিক ও বহু সাংস্কৃতিক হিসেবে বাস্তবায়ন করার লক্ষ্যে এই আয়োজন করে অস্ট্রেলিয়ান হাই কমিশন। এটি এমন একটি দিন যার মাধ্যমে দেশটির ৬০ হাজার বছরের পুরানো ইতিহাস এবং আদিবাসী অস্ট্রেলিয়ানদের অপরিহার্যতা প্রতিফলিত হয়।