টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।
ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের পক্ষ থেকে ভেন্যু স্থানান্তরের অনুরোধ রাখা হয়নি, যার মাধ্যমে আইসিসি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আইসিসি শেষ পর্যন্ত সুবিচার করবে।
ডিবিসি/এনএসএফ