খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

উজ্জল হাফিজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই নভেম্বর ২০২১ ০১:২৭:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।

টাইগারদের বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তান জাতীয় দলে ফিরছেন ওপেনার ইমাম-উল-হক, কামরান গুলাম ও বিলাল আসিফ। তবে বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট, শাহনওয়াজ দাহানি এবং লেগ স্পিনার ইয়াসির শাহ। যথারিতি পাকিস্তান বাহিনীর নেতৃত্বে থাকছেন বাবর আজম।

২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।

পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

আরও পড়ুন