বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বাদ পড়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মত বড় নাম।
চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে তিন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান দলের নেতৃত্বে থাকছেন সালমান আলি আঘা।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সিরিজ নিয়ে তৈরি হয়েছিলো অনিশ্চয়তা। পরে দুই বোর্ডের সমোঝতায় তিন ম্যাচে নামিয়ে আনা হয় সিরিজটি। ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক না হলেও সূত্র বলছে, ২৭ ২৯ ও ৩১শে মে হতে পারে ম্যাচগুলো।
ডিবিসি/নাসিফ