আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থান। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়েছে পিসিবি।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির গভর্নিং বডি এই সমর্থনের বিষয়টি আইসিসির পাশাপাশি অন্যান্য সদস্য দেশগুলোকেও মেইলের মাধ্যমে অবহিত করেছে।
ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। এই সংকটময় পরিস্থিতি নিরসনে আইসিসি আজ বুধবার একটি সভা ডেকেছে। ধারণা করা হচ্ছে, পিসিবির পাঠানো চিঠির পরেই বিশ্ব ক্রিকেট সংস্থাটি এই উদ্যোগ নিয়েছে।
তবে আইসিসি এখন পর্যন্ত তাদের আগের অবস্থানেই রয়েছে এবং টাইগাররা যেন ভারতেই খেলতে যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দুই পক্ষের সভায়ও কোনো সমাধান আসেনি এবং উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে দৃঢ় রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে যাচ্ছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের লিগ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
আইসিসি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বলে খবর চাউর হলেও বিসিবি কোনো ডেডলাইন পাওয়ার কথা অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানও আগে থেকেই ভারতে না যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিল, যার ফলে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুর ব্যবহার দেখা গেছে।
বাংলাদেশের সমর্থনে পিসিবির এই সরাসরি অবস্থান আইসিসির সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় থাকলেও বিষয়টি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিসিবি ও আইসিসির মধ্যকার এই স্নায়ুযুদ্ধের সমাধান না হলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।
ডিবিসি/এনএসএফ