বাংলাদেশের জার্সি গায়ে খেলতে রাজি হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম। এরই মধ্যে তার পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তার এজেন্ট। অন্যদিকে, আরেক প্রবাসী ফুটবলার জায়ান হাকিমের পাসপোর্ট তৈরির কাজও চলছে বলে জানিয়েছে কনফিয়েঞ্জা স্পোর্টস ম্যানেজমেন্ট।
দিন দিন বাংলাদেশের জাতীয় দলে যুক্ত হচ্ছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী ও সোমিত সোমের যোগদানের পর থেকে এই ধারা আরও জোরালো হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখছে বাফুফে।
বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা- নাম্বার নাইন পজিশন। সেই ঘাটতি পূরণে নতুন আশার নাম হতে পারেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফুটবলার ট্রেভর ইসলাম। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের হয়ে খেলছেন। গোল করার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত এই ফরোয়ার্ড। তাকে ঘিরে ইতোমধ্যেই আশাবাদী ফুটবল মহল। তিনিও লাল-সবুজের জার্সী গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে, আরেক প্রবাসী ফুটবলার জায়ান হাকিমকে নিয়েও কাজ করছে আবিদ আনোয়ার। তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব বারওয়েল এফসির হয়ে খেলছেন। তবে কিছু জটিলতার কারণে তাকেও চলতি বছর পাওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। আবিদ আনোয়ার জানান, এই দুই প্রবাসী ফুটবলার যুক্ত হলে স্কোরিং সংকট দূর হবে এমনটাই আশা সমর্থকদের।
ডিবিসি/আরএসএল