বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আগামী ২৮শে ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

 

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট আগামী দু-একদিনের মধ্যেই জারি করা হবে।

 

সোমবার (২৩শে ডিসেম্বর) রাত ১১টার দিকে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত নিয়োগের গেজেট প্রকাশ না হলেও আগামী ২৮শে ডিসেম্বর নতুন বিচারপতির শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭শে ডিসেম্বর অবসরে যাবেন। ওই দিন তাঁর বয়স ৬৭ বছর পূর্ণ হবে। তাঁর স্থলাভিষিক্ত হবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন