বাংলাদেশে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
রবিবার (১০ই আগস্ট) টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্রাঞ্চের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) ৩৭ বছর বয়সী মোহাম্মদ জামাল হোসেন পোতুন্দার ওরফে কুদ্দুস রহিম শেখকে গ্রেপ্তার করে। তিনি বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়ার মাওলা পাড়ার বাসিন্দা।
পুলিশ তাকে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে। কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি সাজা এড়াতে পালিয়ে ভারতে চলে আসেন এবং তখন থেকেই পলাতক ছিলেন।
তদন্তে জানা গেছে, পোতুন্দার ২০২৩ সাল থেকে ভারতে বসবাস করছিলেন এবং মিথ্যা ভারতীয় পরিচয় তৈরি করতে জাল কাগজপত্র ব্যবহার করছিলেন। তার কাছ থেকে একটি আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবুক, আধার আপডেটের স্বীকৃতিপত্র এবং বাংলা ভাষায় লেখা আদালতের গ্রেপ্তারি পরোয়ানার একটি ফটোকপি জব্দ করা হয়েছে। গুগল লেন্স ব্যবহার করে পরোয়ানাটির প্রাথমিক অনুবাদে নিশ্চিত হওয়া গেছে যে এটি বাংলাদেশের একটি আদালত পোতুন্দারের বিরুদ্ধেই জারি করেছিল।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
ডিবিসি/এমএআর