বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে।

বুধবার  (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্যই সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত উপস্থিতি ঠেকানো।


এসময় নির্বাচনে পোস্টাল ব্যালটের ব্যবহারের বিষয়ে তিনি জানান, পোস্টাল ব্যালটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অপব্যবহারের আশঙ্কা থাকলেও সরকারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যালট প্রক্রিয়ায় বিদেশের মিশনগুলোর ভূমিকা সীমিত বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন