খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। স্বাগতিক দল হওয়ায় ইউএই-কে ছোট করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। শারজাহতে ম্যাচ শুরু রাত ৯টায়।

গত বছরের ডিসেম্বরে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। প্রায় ৫ মাস পর আজ (১৭্ই মে) লিটন দাসের নেতৃত্বে আরব আমিরাত সিরিজ দিয়ে শর্টার ফরম্যাটে ফিরছে বাংলাদেশ।

 

পাকিস্তান সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ কাজে আসবে বাংলাদেশের। দেশ ছাড়ার আগে মিরপুরে ক্যাম্পে নিজেদের কমতি জায়গা গুলো নিয়েও কোচের সাথে কাজ করেছেন শান্ত,হৃদয়রা। শারজাহ পৌঁছে করেছেন দুইদিনের অনুশীলনও।  তাই সেখানে নিজেদের লক্ষের কথা জানিয়েছেন অধিনায়ক।  সবাইকে ফ্রি হয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।   


টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশের সাথে নিজেদের সর্বোচ্চটাই দিতে চাইবে তারা। যদিও এর আগে দুই দলের তিনবারের মুখোমুখি দেখায় সবগুলোতেই হেরেছিল ইউএই। তারপরও স্বাগতিক হওয়ায় টাইগার অধিনায়ক লিটন সমীহ করছেন প্রতিপক্ষকে।

 

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে ৩-০ তে জিতেছিল বাংলাদেশ। কিন্তু এই ফরম্যাটে বরাবরই কিছুটা পিছিয়ে থাকে লাল, সবুজরা। আইসিসির রেংকিংয়েও এখন ৯ নম্বরে টাইগাররা। লিটন দাসের অধীনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সিরিজ থেকেই নিজেদের প্রস্তুত করতে চাইবে ফিল সিমন্সের দল।

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন