খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪৩:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ এবং ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। আগামী মার্চে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিসিবি।

সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী। এরপর ১ লা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু করবে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ।

এই সফরে ইংল্যান্ড বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১, ৩ এবং ৬ তারিখে তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯, ১২ এবং ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে দুপুর বারোটা থেকে। এছাড়া, দুপুর তিনটা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি-

তারিখ                                                                           ভেন্যু

১লা মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড     (মিরপুর)
৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড      (মিরপুর)
৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড      (চট্টগ্রাম)

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি 

তারিখ                                      ভেন্যু

৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি)       চট্টগ্রাম 
১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি)    মিরপুর 
১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি)     মিরপুর

আরও পড়ুন