বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় শুল্ক আলোচনা শুরু

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ১১:৪৭:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী শুল্ক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৯ই জুলাই) রাতে (বাংলাদেশ সময়) ওয়াশিংটন ডিসিতে এই আলোচনার প্রথম দিন অনুষ্ঠিত হয়। আলোচনার প্রথম দিনে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি এই আলোচনায় যোগ দেন। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিচ্ছেন।

 

যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেছেন। প্রেস উইং আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে এবং আগামীকাল শুক্রবারও (১১ই জুলাই) এই আলোচনা চলবে। 

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন