বাংলাদেশ, রাজধানী

বাংলাদেশ-কুয়েতের রাজনৈতিক পরামর্শ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ও কুয়েত প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ বৈঠকের মাধ্যমে প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বৈঠকে দুই দেশ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। রবিবার (১৯শে অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (বাইলেটারাল) বিভাগের সচিব ড. মো. নাজরুল ইসলাম এবং কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিহ ইসা জোহর হায়াত।

 

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব পুনর্ব্যক্ত করা হয়, যা ১৯৭৩ সালে বাংলাদেশের স্বাধীনতাকে কুয়েতের প্রাথমিক স্বীকৃতি ও ১৯৭৪ সালে বাংলাদেশের ওআইসি সদস্যপদে সমর্থনের মধ্য দিয়ে গড়ে ওঠে। উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, শ্রম, উন্নয়ন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয় এবং দুই বছর অন্তর ঢাকায় ও কুয়েত সিটিতে পর্যায়ক্রমে রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়।

 

এ ছাড়া তারা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

 

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনার সময় বাংলাদেশ কর্তৃক ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’-এ অবদান স্মরণ করা হয় এবং প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

 

উভয় পক্ষ শ্রম সহযোগিতা সম্প্রসারণ এবং কুয়েত ভিশন ২০৩৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে অনিষ্পন্ন সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করে। পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়।

 

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য কুয়েতি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানায়। একই সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশ-কুয়েত ব্যবসায়িক ফোরাম আয়োজন ও যৌথ বাণিজ্য কমিটি পুনরায় সক্রিয় করার বিষয়ে দুই দেশ একমত হয়। কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনোমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি)-এর চলমান সহায়তায় সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমান সংযোগ খাতে নতুন সহযোগিতা ক্ষেত্র অন্বেষণে সম্মত হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন