বাংলাদেশ, জেলার সংবাদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে আগস্ট ২০২৫ ১০:৩৩:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩১শে আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

রোববার রাত সাড়ে ৯টায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে, রোববার সকালে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর উদ্ভূত পরিস্থিতির কারণে রাতে জরুরি অনলাইন সিন্ডিকেট সভার আয়োজন করা হয়। সেই সভাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ থাকাকালীন সময়ে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ওপর ন্যস্ত করা হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন