আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রীর নেতৃত্বে একদল আফগান ব্যবসায়ী বাংলাদেশের প্রধান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানি করতে সম্মত হয়েছেন।
আফগানিস্তানের সংবাদমাধ্যম পাজহক আফগান বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, উপমন্ত্রী মৌলভী আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় অবস্থিত বাংলাদেশের দুটি বৃহত্তম ও বিশিষ্ট ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রেনাটা পিএলসি পরিদর্শন করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই কোম্পানিগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তারা বিশ্বের প্রায় ৫০টি দেশে নিজেদের পণ্য রপ্তানি করে থাকে।
পরিদর্শনকালে মৌলভী জাহিদ বাংলাদেশি ওষুধ খাতের বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। তিনি জোর দিয়ে বলেন যে, দেশজুড়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান (আইইএ) শিল্প ও উৎপাদন খাতকে সমর্থন করে। পাশাপাশি বিনিয়োগের জন্য সব প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
একইসময়ে আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্য পণ্য নিয়ন্ত্রণ দপ্তরের মহাপরিচালক ডা. নাঈমুল্লাহ আইয়ুবি মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালা অনুযায়ী বাংলাদেশি উৎপাদনকারীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিবৃতির শেষাংশে বলা হয়েছে, আফগান ব্যবসায়ী এবং বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলো সরাসরি চুক্তি স্বাক্ষর ও বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।
ডিবিসি/এনএসএফ