বাংলাদেশ, আন্তর্জাতিক, জাতীয়, রাজনীতি

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ১টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ১২:৪৬:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কন্নোয়নে গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক।

রবিবার (২৪শে আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই চুক্তি ও স্মারকগুলো সই হয়। 

 

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

স্বাক্ষরিত দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সংক্রান্ত চুক্তি। এর ফলে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের একে অপরের দেশে যাতায়াতের জন্য আর ভিসার প্রয়োজন হবে না।

 

এছাড়া বাণিজ্য বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি জোরদারসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছাড়াও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এরই মধ্যে পাকিস্তান করেছে।

 

সফরসূচি অনুযায়ী, ইসহাক দার আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রাতে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেবেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন