বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী

বাংলাদেশ ব্যাংকে চালু হলো ই-ডেস্ক সিস্টেম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই ডিসেম্বর ২০২৫ ০৯:৪০:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এসেছে। সনাতন পদ্ধতির কাগুজে নোটিং বা ফাইল চালাচালির প্রথাকে বিদায় জানিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে আধুনিক ‘ই-ডেস্ক সিস্টেম’।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর এই নতুন সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় চার ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

 এইচআরডি-১ এবং আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেমের ফলে এখন থেকে দাপ্তরিক নোটিং সম্পূর্ণ অনলাইনভিত্তিক হবে। প্রাথমিকভাবে প্রধান কার্যালয়ে এর কার্যক্রম শুরু হলেও, ধীরে ধীরে সব শাখায় এটি সম্প্রসারিত হবে। 

 

আগামী ১০ই ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে পরিচালক পর্যন্ত এবং ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে সব পর্যায়ের নোটিং সম্পূর্ণভাবে ই-ডেস্কের মাধ্যমে নিষ্পন্ন হবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন