খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে বিসিবি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা জুলাই ২০২৫ ০৩:৫১:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজটি আপাতত মাঠে গড়াচ্ছে না। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বিসিবি।

ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী দুই দেশের মধ্যকার রাজনৈতিক শীতলতার কারণে ভারত সরকার তাদের ক্রিকেট দলকে এই মুহূর্তে বাংলাদেশে পাঠাতে আগ্রহী নয়। এই সিরিজ বাতিল হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।


গত এক দশকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট লড়াই এক ভিন্ন মাত্রা পেয়েছে, যা নিয়ে সমর্থক থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত সকলের মধ্যেই ব্যাপক আগ্রহ থাকে। তবে সেই রোমাঞ্চকর লড়াই দেখার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। যদিও এই বিষয়ে বাংলাদেশ বা ভারত কোনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


এই অনিশ্চয়তার মধ্যেই গুঞ্জন উঠেছে যে, বিসিবি এই সিরিজের টিভি স্বত্ব এখনো বিক্রি করতে পারেনি। বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে পরবর্তী তিন বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করার। ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) ভারতের মতো বড় দলের বিপক্ষে সিরিজ থাকায় সম্প্রচার স্বত্ব থেকে বড় অঙ্কের আয় আশা করেছিল বিসিবি।

 

ভারত সিরিজ স্থগিত হলে সেই পরিকল্পনা ফলপ্রসূ হবে না, যা বিসিবিকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলবে। মোটের উপর বাংলাদেশ-ভারত সিরিজটির ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। সিরিজটি কবে হবে বা আদৌ হবে কি না, তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন