বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশ সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে আগস্ট ২০২৫ ১০:৩১:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে তাঁর পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এশীয় সফরের শুরুতে আগামী ৩০ আগস্ট প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার কথা ছিল। সফরসূচি অনুযায়ী, পরদিন ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর একটি বৈঠকও নির্ধারিত ছিল।

 

কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ সফরের পর তাঁর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান যাওয়ার কথা ছিল। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটো জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে ইতালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মূলত এই ব্যস্ততার কারণেই জর্জিয়া মেলোনি তাঁর এশিয়া সফর সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

 


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন