হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হজের খুতবা। ৯ই জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বজুড়ে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়।
তাৎক্ষণিক বিশ্বের বিভিন্ন ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। প্রতি বছরের এবারো বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।
যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে-
১. বাংলা; ২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। ইংরেজি; ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান।
প্রসঙ্গত, এবার পবিত্র হজ পালনের হজ আগামী ২৯শে এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৩১শে মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে। ১৪৪৬ হিজরির ৯ই জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ই জুন)।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এছাড়াও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এ সব যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। তথ্য: ইনসাইড দ্য হারামাইন।
ডিবিসি/ এইচএপি