বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি এবং গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। এই দিনে সারা বিশ্বের তার অগনিত ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছেন। যদিও তিনি আজ আমাদের মাঝে নেই, তার সৃষ্টি করা কালজয়ী গানগুলো তাকে অমর করে রেখেছে।
১৯৬২ সালের ১৬ই আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী পরিবারিক বাধা সত্ত্বেও গানের প্রতি তার অদম্য ভালোবাসা থেকে নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রায় তিন দশকের দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি উপহার দিয়েছেন "ফেরারি মন," "চলো বদলে যাই," "এখন অনেক রাত," "হকার," "আমি বারো মাস তোমায় ভালোবাসি," "কষ্ট পেতে ভালোবাসি" এবং "রূপালী গিটার"-এর মতো অসংখ্য জনপ্রিয় গান।
তার প্রতিষ্ঠিত ব্যান্ড ‘এল আর বি’ (Love Runs Blind) তাকে সারা বিশ্বে জনপ্রিয়তা এনে দিয়েছিল। আইয়ুব বাচ্চু শুধু একজন অসাধারণ শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যতিক্রমী গিটারবাদক, যাকে বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়।
তারকা খ্যাতি শীর্ষে থাকলেও তিনি নিজেকে সাধারণ মানুষের কাছে রেখেছেন। তিনি তারকা নয়, বরং একজন "ভালো মানুষ" হয়েই বাঁচতে চেয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শুধু সঙ্গীত জগৎ নয়, কেঁদে উঠেছিল গোটা দেশ। ভক্ত-অনুরাগীদের কাছে তিনি "এবি" নামে পরিচিত ছিলেন এবং আজও তিনি তাদের হৃদয়ে বেঁচে আছেন।
ডিবিসি/এনএসএফ