বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী স্বর্ণালী (২২) ও তার শিশু সন্তান মো. নাফিজের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার একটি বাসা থেকে পুলিশ স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় শিশু নাফিজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর অসুস্থ শিশুটিকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্যমতে, প্রথমে সাদ্দামের স্ত্রী তার শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরবর্তীতে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল