বাংলাদেশ, রাজধানী

বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন নিয়ে হাইকোর্টের রায় বহাল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি সংসদীয় আসন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা সর্বোচ্চ আদালতেও টিকে রইল। এর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসনেই সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশনের পূর্বের গেজেটটি অবৈধ বলে গণ্য হলো। 

 

একইসঙ্গে আদালত সতর্ক করে দিয়ে বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর ও বাগেরহাটের আসনের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি না করা হলে নির্বাচন কমিশন আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন