টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাঘের গর্জন নাকি সিংহের হুংকার?

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে অক্টোবর ২০২১ ০১:২০:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাউন্ড ওয়ানের বাধা পেরিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ সুপার টুয়েলভের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শারজায় ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

বাঘের গর্জন আর সিংহের হুংকার-মরুর রাজ্যে ক্রিকেটীয় যুদ্ধের দামামা। বাংলাদেশ শ্রীলংকা-দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর নতুন রণক্ষেত্র এখন আরব আমিরাত।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রতিপক্ষ শ্রীলংকা বলেই টাইগার ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। চোখের সামনে যে এখনো জ্বলজ্যান্ত ২০১৮ নিদাহাস ট্রফি। 

সুপার টুয়েলভে যখন ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেটাররা, তখন বোর্ডের সাথে চলছে তাদের কথার লড়াই। ধেয়ে আসছে নানা সমালচনা। ডমিঙ্গোর কাছে যা স্বাভাবিক।

বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, বিশেষ করে বাংলাদেশের হয়ে, তখন আপনাকে সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এখানে ক্রিকেট একটা প্যাশন। আমরা এখন নিজেদের পারফর্ম্যান্স ছাড়া অন্যদিকে ফোকাস করতে চাই না।

শারজায় স্পিনাররা পান অ্যাডভান্টেজ, লংকান শিবিরে আছে হাসারাঙ্গার মত লেগি। টাইগার কোচ কি মিস করছেন বিপ্লবকে? রাসেল ডমিঙ্গো বলেন, যে নেই, তাকে নিয়ে আমি কথা বলতে চাই না। হাসারাঙ্গার বিপক্ষে আমরা গেল কয়েক মাস খেলেছি। ওর সক্ষমতা নিয়ে আমি জানি।

এদিকে লংকান অধিনায়ক দাসুন শানাকার কাছে শারজাহর উইকেটে সুযোগ কম স্পিনারদের। তাই সাকিব-মুস্তাফিজ ছাড়া এই উইকেটে অন্য কাউকে নিয়ে হোমওয়ার্কের প্রয়োজন আছে বলে মনে করছেন না লংকান দলপতি। 

শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সানাকা বলেন, এই উইকেট আইপিএলে ব্যবহার হয়েছে। স্পিনারদের সুযোগ এখানে কম। আমরা মুস্তাফিজ আর সাকিবকেই লক্ষ্য করছি। নিজেদের কিছু পরিকল্পনা আছে। আশা করছি ভাল খেলা হবে।

হেড টু হেডে ১১ বারের দেখায় শ্রীলংকার বিপক্ষে ৪ জয় বাংলাদেশের। যার দুটোই এসেছে সবশেষ নিদাহাস ট্রফিতে। তাই সুপার টুয়েলভে সুপার শুরুর জন্য শ্রীলংকাই হতে পারে টাইগারদের আদর্শ প্রতিপক্ষ।

আরও পড়ুন